দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ, অর্থ ও আরবি সহ

দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ
দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ

দোয়ায়ে কুনুত

প্রার্থনায় সফলতা (দুয়া ই কুনুত) একটি বিশেষ দোয়া যা আমরা সাধারণত বিতরের নামাজে আদায় করি। আল্লাহর কাছে সাহায্য ও করুণা চাওয়ার এটি একটি সুন্দর উপায়। এই দুআটি মহানবী (সাঃ) কর্তৃক শেখানো একটি গুরুত্বপূর্ণ দুআ।


দোয়া কুনুত আরবি

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

বাংলা উচ্চারণ :

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা।

আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।



অনুবাদ 

হে আল্লাহ! আমরা আপনার সাহায্য চাই. আমি আপনার ক্ষমা চাই, আমি আপনার উপর বিশ্বাস করি, আমি আপনার উপর বিশ্বাস করি এবং আমি আপনাকে সমস্ত কল্যাণের সাথে অর্পণ করি।

আমরা আপনার কাছে কৃতজ্ঞ, অকৃতজ্ঞ। ওহ আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই জন্য প্রার্থনা করি এবং তোমাকেই সিজদা করি। আপনার কাছে আমরা দৌড়ে এগিয়ে যাই।

আমরা আপনার রহমত কামনা করি এবং আপনার আযাবের ভয় করি। আর তোমার শাস্তি কাফেরদের উপর।

দোয়া কুনুত পড়ার ফজিলত

এই প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ অনুরোধ করা হয়।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে, আল্লাহ তাদের উভয়ের প্রতি সন্তুষ্ট হতে পারেন, তিনি বলেন: আমি এক রাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে ছিলাম। তিনি বিছানা থেকে উঠে দুই রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তিনি উঠে বিতরের নামায পড়লেন। প্রথম রাকাতে আল-ফাতিহার পর 

সূরা আলা পাঠ করেন। তারপর হাঁটু গেড়ে সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে, আল-ফাতিহাকাফিরুন পাঠ করে, হাঁটু গেড়ে এবং সেজদা করে। তিনি তৃতীয় রাকাতে আল-ফাতিহাআল-ইখলাস পাঠ করলেন। তারপর রুকু করার পূর্বে কুনূত পাঠ করুন। (কিতাবুল হুজ্জাহ ১/২০১; নাসবুর রায়াহ : ২/১২৪)

দোয়া কুনুত পড়ার নিয়ম

দোয়া কুনুত বিতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মেলানোর পর পাঠ করতে হয়।


Comments